
কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় ১০.০৯.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার, দুই টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী মশিউর রহমান লিটু ও তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে তাদের বসত ঘরের পেছনের জানালা দিয়ে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে চেতনা নাশক দ্রব্য স্প্রে করে । এরপর একটি ড্রয়ারে রাখা স্টিল আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা দু’টি স্মার্ট ফোন নিয়ে যাওয়ার সময় মশিউর রহমানের মা টের পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল দ্রুত পালিয়ে যায়।
এব্যাপারে কলাপাড়া থানায় অভিযোগ করলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, চুরির বিষয় অভিযোগ পেয়েছি, এঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।