পটুয়াখালীর দুমকিতে অটোগাড়ি সহ দুই চোর আটক

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় একটি ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে ৩ টি অটো গাড়িসহ ২ চোরকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
৭ অক্টোবর,মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস এলাকা থেকে তাদেরকে অটো গাড়িসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে ফরিদ খান ওরফে ফিরোজ (৪০) এবং চাঁদপুর জেলার সদর থানার ১০নং সাকুয়া ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত. লুৎফর রহমান গাজীর ছেলে মোঃ মজিবুর রহমান ওরফে শামীম গাজী (৪২)। শামীম গাজী বর্তমানে দক্ষিণ মুরাদিয়া এলাকায় শশুর বাড়ি বসবাস করত। পরবর্তিতে  তাদের জিজ্ঞাবাদের জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ অটো গাড়ি চুরি করে গোডাউনে এনে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত। জব্দকৃত গাড়ি গুলোর মধ্যে ১টি বোরাক অটো ও অপর ২টি মিশুক অটো।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে চুরির  ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা হয়েছে। মামলা নং ৪, তারিখ ০৭/১১/২৩। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।