কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ রক্ষার নামে চলছে চোর-পুলিশ খেলা। মা ইলিশের নিরাপদ প্রজননের তেঁতুলিয়া -বুড়াগৌরাঙ্গ নদী জুড়ে অভায়শ্রম ঘোষনা করে সরকার। কিন্তু সেই অভায়শ্রম এখন আর নিরাপদ নেই। জেলেরা নির্বিগ্নে মা ইলিশ শিকার করছেন । গত ১৩ অক্টোর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য মা ইলিশ ধরা, বেচা-কেনা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলার দাপিয়ে বেড়াচ্ছে তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদীতে। অভিযোগ রয়েছে, ইলিশ রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অনেকেই আছেন যারা জেলেদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। যে কারণে অভিযানের দিনক্ষন ও সময় টা জেলেরা আগাম জেনে যায়। সর্তক হয়ে যায় তারা। নামমাত্র অভিযান শেষে কর্তাব্যক্তিরা যখন চলে আসেন তখন আবার নদীতে জাল নিয়ে নামে পরে জেলেরা। এ যেনো চোর-পুলিশ খেলার মত। তবে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যে সব জেলেরা মাছ শিকার করছেন তারা অধিকাংশই মৌসুমি জেলে বলে দাবি করেছেন প্রকৃত জেলেরা। খোঁজ নিয়ে জানা যায়, তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, কেদির হাট, গোলখালী, কালারানী, আউলিয়াপুর, চরবোরহান, পাতার চর ও রনগোপালদীসহ অবাধে চলে ইলিশ শিকার। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় জেলেরা নদীতে মাছ শিকারে নামেন। বিশেষ মাধ্যমে প্রশাসনের অভিযানের খবর পৌঁছে যায় জেলেদের কাছে। যার কারণে নিয়মতি অভিযান চললেও ইলিশ নিধন বন্ধ করা সম্ভব হচ্ছেনা। এবিষয়ে উপজেলা মেরিল ফিসারিজ কর্মকর্তা মো নাজমুল ইসলাম বলেন, গত কয়েক দিনে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ অবৈধ জাল বিনষ্ট, সাড়ে ৫ শ’ কেজি মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও হাফিজ মাদ্রাসায় বিতরন এবং ৪০ জন জেলেকে আটক করে জেল-জরিমানা করতে সক্ষম হয়েছি। তবে অভিযান পরিচালনায় আমাদের জনবল সংকট মুল সমস্যা।