
কহিনুর বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পাইপগানসহ ফোরকান হওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বগা ইউনিয়নের বানাজোরা এলাকা থেকে তাকে আটক করে বাউফল থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৭ পিচ ইয়াবাও উদ্ধার করা হয়েছে। ফোরকানের বাড়ি বাউফলের বগা এলাকায়। তার পিতার নাম কাজল হাওলাদার।
বাউফল থানার ওসি তদন্ত আলম মামুন বলেন, আজ দুপুরে খবর পেয়ে ফোরকানকে ৭ পিস ইয়াবাসহ আটক করি। তারপরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।