পটুয়াখালী প্রতিনিধি : জেলার গলাচিপা উপজেলায় ইলিয়াস খাঁ (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা দেখে ফেলায় উপজেলার কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
দোলেয়ারকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ইলিয়াস খাঁ পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁর ছেলে ।
গলাচিপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, পূর্বশক্রতার জেরে ইলিয়াসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে আহত দোলোয়ার সুস্থ হলে হত্যাকাণ্ড ও ঘটনা সম্পর্কে কিছু ধারণা পাওয়া যেতে পারে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা দেখে ফেলায় দেলোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।