পটুয়াখালীতে নির্মাণাধীন সেতুর ক্রেন ছিঁড়ে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর লেবুখালী নদীর ওপর নির্মাণাধীন পায়রা সেতুতে কাজ করার সময় ক্রেন ছিঁড়ে সোহেল নামে এক শ্রমিক নিহত ও চার শ্রমিক আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহেলের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

আহত চারজনের মধ্যে রমজান ও উজ্জলের নাম জানা গেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকরা সেতুর কাজ করতে ড্যান্ডি ক্রেনের ওপরে ওঠেন। এ সময় ক্রেন ছিঁড়ে সোহেল, রমজান ও উজ্জলসহ পাঁচ শ্রমিক নিচে পড়ে যান। এ সময় মাথায় আঘাত লেগে সোহেল ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রমজান ও উজ্জলসহ চার শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।