পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুইদিন পর রাকিব (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাকিব উপজেলার মহিপুর ধুলাসার ইউনিয়নের নয়াকাঁটা গ্রামের ইউনুচ ভুইয়ার ছেলে।
রোববার বাড়ির পাশ থেকে তার লাশ পাওয়া যায়।
মহিপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।