পডকাস্টের মাধ্যমে দেশের মানুষের সামনে নিজের রাজনৈতিক চিন্তা-দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক পডকাস্ট শো’র ঘোষণা করছি। এ পডকাস্ট শো’য়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এ আয়োজন জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের এক ঐতিহাসিক উদ্যোগ। এ পডকাস্ট কেবল একমুখী বক্তব্যই নয়; বরং এটি সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার একটি প্রয়াস।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চায় না বা মিথ্যা আশ্বাস-প্রত্যাশা করে না। তারা চায় স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন।
তিনি বলেন, এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরবেন, যার মাধ্যমে দেশের কোটি পরিবার আর্থিক কিংবা খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার পাবে। তিনি শিক্ষা নিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরবেন, যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞানমনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এছাড়াও তিনি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশ কারও একার নয়; বাংলাদেশ সবার।
মাহদী আমিন বলেন, এই পডকাস্টের মাধ্যমে তারেক রহমান পরিবেশ সুরক্ষায় নদী এবং খাল খনন ও পুনঃখননসহ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তার পরিকল্পনার কথা বলবেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে কিভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত করব, সেসব বিষয় ব্যাখ্যা করবেন। তিনি কৃষক কার্ড নিয়ে আলোচনা করবেন, যার মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য, সহজ শর্তে ঋণ সহায়তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা পাবেন। এছাড়াও তিনি বিশেষভাবে তার ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরবেন। কারণ আমরা মনে করি, তরুণেরাই বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি ও সম্ভাবনা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ শুধুই নির্বাচনের প্রচারণা সম্পর্কিত কোনো উদ্যোগ নয়, বিএনপির রাজনৈতিক ও নীতিগত অঙ্গীকার। আমাদের এ দর্শনের কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি, আমাদের এই উদ্যোগ রাজনীতি ও জনগণের মধ্যকার দূরত্ব কমাবে এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করবে। আমরা মনে করি, সবকিছুর আগে বাংলাদেশ; মানুষের আগে কিছুই নয়। আর সেই বাংলাদেশের কথাই উঠে আসবে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ পডকাস্টে।


