
ভারতের উত্তরপ্রদেশে পণের টাকা না পাওয়ায় এক গৃহবধূকে ‘শাস্তি’ দিতে ঘরে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর দিদি থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোমাবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ভুক্তভোগী ওই গৃহবধূর নাম রেশমা।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরের কলোনেলগঞ্জ এলাকার শাহানওয়াজ নামের এক যুবকের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয় রেশমার। অভিযোগ, বিয়ের পর থেকেই শাহানওয়াজ এবং তার পরিবার পণের টাকা আদায়ের জন্য গৃহবধূকে চাপ দিতেন, মারধর করতেন। মারধরের কারণে কিছুদিন আগেও দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আরও পাঁচ লাখ টাকা দাবি করে। তা নিয়ে ঝামেলার জেরে রেশমাকে একটি ঘরে আটকে রেখে সাপ ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই গৃহবধূকে তার দিদি গিয়ে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।
অভিযোগপত্রে জানিয়েছেন, রেশমাকে জোর করে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা। তারা ঘরে সাপ ঢুকিয়ে দেন। সেই সাপ রাতে রেশমাকে কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করলেও কেউ দরজা খোলেননি। বরং ঘরের বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। কোনো রকমে দিদির সঙ্গে রেশমা যোগাযোগ করতে পেরেছিলেন। তারপর তিনি গিয়ে বোনকে উদ্ধার করেন। বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর এবং আরও তিনজনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।