পতিতা লাইজু কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় বাপ্তার যুবলীগ নেতার জামিন না মঞ্জুর

হান্নান ভোলা প্রতিনিধিঃ ভোলার এক পতিতা নারী লাইজু বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার আসামি বাপ্তা ইউনিয়নের যুবলীগ নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ।
ভোলা সদর উপজেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-১ এ ১৬মার্চ বৃহস্পতিবার উভয়ই পক্ষের যুক্তিতর্ক শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার বাদী লাইজু বেগমের স্বামী রত্তন, যাহার মামলা নং-২৮১/১৫। চার্জশীট গৃহীত হওয়ার পর ১৭ জন আসামীদের স্বেচ্ছায় কয়েক ধাপে হাজিরার পর ১৩ জনের জামিন মঞ্জুর করে। এবং প্রধান আসামী যুবলীগ নেতা সেলিমসহ ১ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
এই লাইজু বেগম ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চাঁচড়া গ্রামের বাসিন্দা বসবাসরত শতশত পরিবারের মানুষের কাছে আতংক হিসেবে দাঁড়িয়েছে কালসাপ লাইজু বেগম। একের পর এক সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের।
সরে জমিন সূত্রে জানায়, ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চাঁচড়া গ্রামের অন্তর্গত ১নং দিশারী আদর্শ গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস। এখানেই অন্যত্র থেকে গুচ্ছ গ্রামে জমি কিনে বসবাস শুরু করে জনৈক লাইজু বেগম। বসবাসের শুরু থেকেই সে ভোলা শহরের বিভিন্ন স্থানের কতিপয় খারাপ মেয়ে এনে অবৈধ দেহব্যবসা শুরু করে। যার দালালি করত স্বয়ং তার স্বামী রত্তন। ভোলা পৌরসভার শেষ পয়েন্ট ডোম পট্টির শেষে স্থান হওয়াতে অবাধে যাওয়া আসা করতে থাকে নেশাগ্রস্ত লোকজন এবং শহরের কিছু নামি-দামি ব্যক্তিগণ। তার ঘরটি হয়ে যায় এক পর্যায়ে পতিতালয়। এ ব্যাপারে দৈনিক আজকের ভোলাসহ বেশ কয়েকটি আ লিক পত্রিকায় ফলোয়াপে সংবাদ পরিবেশন হয়েছে বলেও জানা যায়। তার মা আমিরুন্নেছা জেলা পরিষদের ৪র্থ শ্রেণির কর্মচারী হওয়ার সুবাদে ক্ষমতা বেড়ে যায় তুঙ্গে। তার বাবা মোশারেফ হোসেন মারা গেলেও তার মা পরবর্তীতে ভোলা কোর্টের মহরী ইব্রাহিম খলিলের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়। আরও জানা যায় তার সকল কার্য পরিচালনার সুবিধার্থে স্বামী জীবিত থাকা সত্ত্বেও মেয়েকে এতিমখানায় ভর্তি করিয়ে দেয়। তার এহেম কার্যক্রমে এলাকাবাসী বাধা প্রদান করলেই অহেতুক মিথ্যা মামলা দায়ের করে। বিগত দিনে এলাকার অসংখ্য নিরীহ ব্যক্তিদের নামে ১৫/২০ টি মিথ্যা মামলা দায়ের করেছে। বিগত ২০০৯ সালে তার ঘরেই নিপা নামক এক খারাপ মেয়ে অবৈধ কাজ করা অবস্থায় হাতে-নাতে ধরে ফেলে এলাকার লোকজন। পরে স্থানীয় চেয়ারম্যান বিপ্লব মোল্লা এবং তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লার কাছে নিয়ে গেলে তারা আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও যেমনটা তেমনি থেকে যায়। বরং যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির উপর জিম্মি রাখে।
তাতে আরও তার অনৈতিক কর্মবৃদ্ধি শুরু হতে থাকে। তার ঘরে আসা ব্যক্তিদের হাতে স্কুলগামী মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে ইভটিজিং এর স্বীকার হতে থাকে।
তার দোচালা টিনের ঘরটি অল্পকয়দিনেই বিশাল বিল্ডিং এ রূপ নেয়। সে বাণিজ্যিকভাবে রাস্তার পাশে আরও একটি বিল্ডিং করে।
এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তার বড় ভাসুরের মেয়ে হাসনুর বেগমের সাথে জোরপূর্বক ৪/৫ জন যুবকের সাথে অনৈতিক কাজে লিপ্ত করায়। বিষয়টি ঐ মেয়ে তার স্বামী সহ পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল আলম সহকারে পৌর মেয়র আলহাজ¦ মনিরুজ্জামানকে অবহিত করা হয়। পরে লাইজুর নামে একটি মানবপাচার মামলা দায়ের করে হাসনুর বেগম।
এ ঘটনায় তার উচ্ছেদের দাবীতে এলাকার কয়েকশত লোক শহরের সরকারি গুরুত্বপূর্ণ অফিসে স্মারকলিপি প্রদান সহ প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
স্থানীয় চেয়ারম্যান লাইজুকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করতে সুপারিশ করেন। পরে চেয়ারম্যান ইয়ারুল বিপ্লব মোল্লা তার বাসাটি তালা মেরে আবদ্ধ করে রাখেন। হাসনুরের মামলায় দীর্ঘ দুই বছর রাজধানী ঢাকাতে গাঁ ঢাকা দেওয়ার পর চেয়ারম্যানের তালা ভেঙ্গে কিছু দালালবাজ নেতাদের সহায়তায় ঘরে ঢোকে। সাথে আসে কিছু ইয়াবা বিক্রেতা মেয়ে ও পতিতা।
তার বিরুদ্ধে দায়েরকৃত মানব পাচার মামলাটি মঞ্জুরুল আলম কমিশনারের মাধ্যমে বাদীর দ্বারা জামিন প্রাপ্ত হয়। এলাকায় আসার পরে সে হয়ে ওঠে মানুষের কাছে এক ভয়ংকর বিপদগামী একজন। এলাকার স্কুলগামী মেয়েদের কে জোরপূর্বক তার ঘরে আসা ব্যাক্তিদের দ্বারা ঘরে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী শিশু মামলার কার্যক্রমের প্রমাণের জন্য তার ঘরে বিভিন্ন স্থান হতে মেয়েদেরকে এলাকার যুবকদের দিকে লেলিয়ে দেয়। দুই দিনেই এলাকাটি হয়ে পড়ে দূর্বিসহ।
এর পরিপ্রেক্ষিতে এলাকার বিক্ষুব্ধ প্রায় কয়েক শতাধিক সাধারণ জনগণ তার বসত ঘরটি ভেঙ্গেও ফেলে এবং তাকে তাড়িয়ে দেয়। যা ২০১৫ সালের আগস্ট মাসের অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ বাপ্তা ইউপি চেয়ারম্যান উপস্থাপন করেন। তিনি তাতে আরও বলেন যে, জনৈকা লাইজু বেগম বিভিন্ন মাদক ব্যবসার সাথে ও জড়িত। তিনি তার বরাদ্দকৃত আবাসনটি বাতিলের জন্য অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন এবং তার বরাদ্দকৃত জমিটি বাতিলের জন্য আশ্রয়ণ প্রকল্পের কমিটির উপর ভারন্যাস্ত করেন।
এরি জের ধরে পতিতা নারী লাইজু বেগম ও তার স্বামী রত্তন তার আত্মীয় স্বজন দ্বারা এলাকার নিরীহ লোকজনের নামে ৬/৭ টি মামলা দায়ের করে। লাইজুর দায়েরকৃত মামলায় বেশ কয়েকবারই গ্রেপ্তার হয়েছে অত্র আদর্শ গ্রামের সভাপতি, বাপ্তা ইউনিয়ন যুবলীগ নেতা, রেডক্রিসেন্ট এর সদস্য ‘মোঃ সেলিম’ সহ অনেক নিরীহ লোকজন। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এলাকাবাসী বিশাল মানববন্ধন করে এবং কয়েকশ লোকজন সহ জাতীয় নেতা, বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এম.পি মহোদয়ের সাথে দেখা করে। বিষয়টি তাৎক্ষণিক মন্ত্রী মহোদয় লাইজুকে গ্রেপ্তার করার জন্য ওসিকে নির্দেশ দেন এবং পৌরমেয়র মনিরুজ্জামান মনিরের উপর ভারন্যাস্ত করেন। পরে অবশ্যই বিভিন্ন অজুহাতে পুলিশ তাকে আর গ্রেপ্তার করতে পারেনি। তবে সকল কাজের সহযোগিতায় মেয়র মনির নিরীহ লোকদেরকে সহায়তা করে থাকেন। যদিও এখানকার অধিকাংশ যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী।
বিভিন্ন অভিযোগকা সূত্রে জানায়, লাইজুর দায়েরকৃত ঘরভাংচুর মামলাটিতে মূলত প্রকৃত দোষীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের কে বাদ দিয়ে গুচ্ছ গ্রামের নিরীহ খেটে খাওয়া মানুষের নামে মামলা দায়ের করে। মামলাটির নির্দিষ্ট কোন প্রমাণ না থাকায় পুলিশ মামলাটি ফাইনাল রিপোর্ট প্রদান করে কোর্টে প্রেরণ করে। বাদী নারাজি দিলে ওসি (তদন্ত) এর উপর ভার ন্যাস্ত হয়। বাদী লাইজুর স্বামী রত্তন আবার তদন্তকারী কর্মকর্তার উপর নারাজি দিলে মামলাটি সিআইডি অপরাধ তদন্ত বিভাগ ভোলাতে প্রেরণ করে। মামলাটি সিআইডি উপ-পরিদর্শক কাজল এর উপর পরে। শুরু হয়ে যায় বাণিজ্য। কাজল তাৎক্ষণিক ২জন আসামী গ্রেপ্তার করে। এর মধ্যে একজন অনার্স শেষ বর্ষেও ছাত্র আমজাদ হোসেন এবং এক রিক্সাওয়ালা। পরে ৫০ জনের এক বিশাল লিস্ট তৈরি করে শুরু করে ধাওয়া। বাদী পক্ষের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে অনেকেই রেহাই পায়। মামলাটি সে চার্যশীট দাখিল করে। তার অনিয়মের বিষয়টি ঢাকা কেন্দ্রীয় সিআইডি কর্মকর্তা এসপি রোমানা আক্তার কে অবহিত করা হয়। তিনি ঐ এস.আইকে বদলী করেন। চার্জশীট গৃহীত হওয়ার পর ১৭ জন আসামীদের স্বেচ্ছায় কয়েক ধাপে হাজিরার পর ১৩ জনের জামিন মঞ্জুর করে এবং প্রধান আসামী যুবলীগ নেতা সেলিমসহ ১ জনকে জেলে প্রেরণ করে।
উল্লেখ্য লাইজু ও রত্তনের কর্তৃক দায়েরকৃত মামলার সংখ্যা মোট ১২টি যাহার মধ্যে ৬টি মামলা খারিজ, এবং ৫টি মামলার আসামীরা জামিনে রয়েছেন। ১টি মামলার আসামী’রা জেল হাজতে রয়েছে।
ভোলা জেলার সকল নেতাকর্মী ও প্রশাসনের কাছে এলাকাবাসী একটাই দাবী সুষ্ঠু তদন্ত করে নারী লাইজু বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। তার পাশাপাশি ভুক্তভুগীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবী জানান।