ওজিউল্লাহ খোকন
রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে অ্যাম্বুলেন্স সার্ভিস সমিতির সভাপতি গোলাম মোস্তফা বিভিন্ন কু-কৌশল অবলম্বন করে চাঁদাবাজি করে আসছে এই মর্মে অভিযোগ উঠেছে।নাম না প্রকাশ করার শর্তে জনৈক এক ব্যক্তি জানান,৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরীফ এর নাম ভাঙ্গিয়ে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমল থেকে চাঁদাবাজি করে আসছে অ্যাম্বুলেন্স সার্ভিসের সভাপতি।
মূলত অ্যাম্বুলেন্স সার্ভিস একটি সেবামূলক প্রতিষ্ঠান হলেও গোলাম মোস্তফা চাঁদাবাজি করে এসেছেন নিজের মতো করে।যদি কোন ব্যক্তি অ্যাম্বুলেন্স সমিতির সদস্য পদ লাভ করতে চান তাহলে তাকে দশ হাজার টাকা হতে বিশ হাজার টাকা পর্যন্ত উৎকোচ দিতে হয়।অ্যাম্বুলেন্স সমিতিতে একটি প্রচলন রয়েছে লটারির ড্র বাধ্যতামূলক। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল অ্যাম্বুলেন্স সার্ভিস গোলাম মোস্তফার আওতায়।কেউ যদি তার কাছে কিছু জানতে চান তাহলে তিনি তার সার্ভিস বন্ধ করে দেন।নিজের স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি ঢাকতে গোলাম মোস্তফা একটি বিশেষ বাহিনী পরিচালনা করেন।অভিযোগের বিষয়ে,আমরা বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেননি এবং আমাদের ফোনও রিসিভ করেননি।বিস্তারিত আগামীর সংখ্যা…