পত্রিকা সংস্করণঃ আওয়ামী সরকারের পতন হলেও থেমে নেই চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় বারের মতো অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।কিন্তু আওয়ামী সরকারের পতনের পরে কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও কিছু দুষ্কৃতিকারী আবার নতুন করে চাঁদাবাজি শুরু করেছে বলে জানা যায়।প্রশ্ন থেকেই যায়,বিগত দিনে যারা চাঁদাবাজি করেছে তারা কারা?নতুন করে যারা শুরু করেছে তারাই বা কারা?একটি সূত্রে থেকে জানা যায়,আওয়ামীলীগ সরকারের আমলে যারা চাঁদাবাজি করেছে তারাই বর্তমান চাঁদবাজদের কে কোথায় কোথায় চাঁদাবাজি হয় সেই রাস্তা পরিষ্কার করে দিয়েছে।গলি থেকে রাজপথ কোথাও চাঁদাবাজদের হাত থেকে কেউ রেহাই পাননি। আমরা সাধারণ জনগণের সাথে আলাপকালে একজন অটোরিক্সা চালক আমাদেরকে বলেন,ঈশ্বর আমাদের কাছে তার দূত হিসেবে কিছু লোককে পাঠিয়ে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছিলেন।তারা আন্দোলন করে দেশ ও জাতিকে রক্ষা করেছিলেন কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় সেই স্থায়িত্বতা বেশি দিন টিকানো গেল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের প্রতি আহ্বান রেখেছেন অটোরিক্সা চালক। তারা যেন তাদের বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়ে যান।একজন অটোরিক্সা চালকের মুখে এই কথা শুনে আমরা হতবাক তিনিও জাতির খোঁজখবর রাখেন।