পথচলায় পূজার

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী পূজা চোপড়া। নির্মাতা মধুর ভাণ্ডারকারের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন পূজা।

অভিনয়ে আসার আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। কঠোর পরিশ্রমী এ অভিনেত্রী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। এরপর চিকিৎসক তাকে টানা ৩ সপ্তাহের বিশ্রামে থাকতে বললেও তিনি প্রতিযোগিতায় অংশ নেন। উদ্যমী এ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।