
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ছোট্ট শিশু শারমিন, বয়স (১০)। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র বড়মাঠের এক কোণে বসে কান্না করছে। তার কান্না দেখে একব্যক্তি মাঠের পাশেই চায়ের দোকানে শিশু শারমিনকে নিয়ে আসে। তার পরিচয় জানতে চাইলে সে জানায়, শারমিন নাম তার।
বাসা নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় । বাবা’র নাম হাসান, মায়ের নাম সেফালি বেগম।
ঠাকুরগাঁওয়ে কিভাবে এসেছে জানতে চাইলে শারমিন জানান, নরসিংদী রায়পুরা থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেল ষ্টেশনে যায় সে। পরে একটি কোচে উঠে শারমিন। সকালে এখানে (ঠাকুরগাঁওয়ে) কোচটি নামিয়ে দেয়।
এর পর থেকে শারিমন পথে পথে ঘুরছে । অবশেষে সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঠাকুরগাঁও বড়মাঠের এক কোণে বসে কান্না শুরু করে বাড়ি যাওয়ার জন্য।
শাওন খান ও চায়ের দোকানদার নাসির জানান, শারমিন তার বাসা, মার নাম ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাম ছাড়া গ্রামের ঠিকানা কিছুই বলতে পারছে না।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, খবর পেয়ে শিশুটির পাশে গিয়ে দাড়িয়েছে পুলিশ। তার তথ্যমতে নরসিংদী জেলার রায়পুরা থানায় শারমিনের বাবা-মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিশু শারমিন পুলিশ হেফাযতে রয়েছে বলে ওসি জানান।