নিজের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পদত্যাগ করলে তো এখানে (সভায়) বসতাম না।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। তাঁর পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে ইনকিলাব মঞ্চ ও সমমনা সংগঠনগুলো।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি ফোটানো বা পটকা ফাটানো যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমও চলমান রয়েছে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ সময় তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত সাত দিনে সারা দেশে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুনের ঘটনায় ১৭ জনকে এবং ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গত সাত দিনে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশি অস্ত্রসহ গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার ও বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়েছে।’


