পদ্বতিতে লঞ্চ চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি : ঢাকা-পটুয়াখালী নৌ-রুটে রোটেশন পদ্বতিতে লঞ্চ চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যাত্রী ও স্থানীয়রা।

পটুয়াখালী লঞ্চঘাট চত্বর এলাকার প্রধান সড়কে রোববার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দৈনিক রূপান্তর পত্রিকার সম্পাদক কে এম এনায়েত হোসেন, ডেইলি স্টার পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেন, ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজামুল হক, সাংবাদিক আহসানুল কবির রিপন, হ্যাপী ক্লাবের এডমিন এড. তৌফিক মুন্না, রাকিব আহসান প্রমুখ।

ঢাকা-পটুয়াখালী নৌ-রুটে প্রতিদিন চার থেকে পাঁচটি ডাবল ডেকার লঞ্চ চলাচল করার কথা থাকলেও মালিক পক্ষ সিন্ডিকেটের মাধ্যমে রোটেশন প্রথা চালু করায় দুটি লঞ্চ যাওয়া-আসা করে। এর ফলে ওই লঞ্চ ধারণ ক্ষমতার তিন থেকে চার গুণ যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ফলে ভোগান্তি চরমে পৌঁছেছে। লঞ্চের স্টাফরা কেবিনের কৃত্রিম সংকট তৈরি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে।