পদ্মাবতী’তে খিলজি রূপে সামনে এসেছেন রণবীর সিং

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা পদ্মাবতী। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করছেন নির্মাতারা।

এর আগে সিনেমাটিতে রানি পদ্মিনি চরিত্রে দীপিকা পাড়ুকোন ও মহারাওয়াল রতন সিং রূপে শহিদ কাপুরের ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতারা। এবার আলাউদ্দিন খিলজি রূপে সামনে এসেছেন রণবীর সিং।

ইনস্টাগ্রামে পদ্মাবতী সিনেমার আলাউদ্দিন খিলজি রূপে নিজের দুটি লুক প্রকাশ করেন রণবীর সিং। একটি ছবিতে দেখা যায়, অর্ধনিমজ্জিত অবস্থায় পানিতে বসে আছেন রণবীর সিং। তার চোখে ফুটে উঠেছে ক্রোধ। অন্যটিতে দেখা, রাজ মুকুট পরিহিত রণবীর আয়নার দিকে তাকিয়ে রয়েছেন। দুটো ছবির ক্যাপশনে রণবীর সিং লিখেছেন, ‘সুলতান আলাউদ্দিন খিলজি।’

চিতরের মহারানা, তার সুন্দরী স্ত্রী এবং পদ্মিনির রূপে পাগল হওয়া স্বৈরশাসক সুলতান আলাউদ্দিন খিলজির প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা পদ্মাবতী। শুরু থেকে নানা কারণে আলোচনায় রয়েছে সিনেমাটি।