রাজশাহী : রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
মুন্না নামে ওই শিশু মহানগরীর হাদীর মোড় নদীর পাড় এলাকার মুকুল আলীর ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে সে পদ্মায় ডুবে যায়।
মুকুল আলী জানান, দুপুরে তার ছেলে বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে যায়। পানিতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বিকেল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল পদ্মায় তল্লাশি চালাচ্ছিল। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।