প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ১০০ টাকার স্মারক নোট, ডাকটিকেট, স্যুভেনির, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেছেন।
আজ শনিবার মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট তুলে দেন।
এর আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর গুণগত মান বজায় রাখতে কোন কার্পণ্য করা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখবে এ সেতু দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষই আমার সাহসের ঠিকানা, তাদের স্যালুট জানাই।’
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীকে নিয়ে সব সমস্যা মোকাবিলা করে যাচ্ছি। আমি দেশবাসীকে স্যালুট জানাই।’


