মুন্সীগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।
তিনি আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় আকস্মিক সফরে এসে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৯ শতাংশ অগ্রগতি হয়েছে। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে সেতুর মূল অবকাঠামো। আগামী তিন মাসের মধ্যে সেতুর মূল পিলারের ওপর স্প্যান স্থাপন করা শুরু হবে বলে জানান তিনি।
এ সময় তিনি বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার সোনালি ফসল। এই পদ্মা সেতুর সঙ্গে স্থানীয়দের অনেক ত্যাগ জড়িয়ে আছে। পদ্মা সেতুর ইতিহাসে স্থানীয়দের ত্যাগ সব সময় মিশে থাকবে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলে জানান তিনি। এ সময় সেতু বিভাগ ও সড়ক ও জনপথের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।