নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
রোববার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এ দাবি জানান তারা।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বিরোধী দল জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ প্রমুখ।
সম্প্রতি বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন কানাডার একটি আদালত। আদালত এ অভিযোগের কোনো প্রমাণ না পেয়ে কানাডীয় প্রকৌশল ফার্ম এসএনসি-লাভালিনের তিন প্রাক্তন কর্মকর্তাকে খালাস দিয়েছেন।