
উত্তরা,ঢাকা, প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর ও ঢাকা মহানগরী মজলিশে শূরার সদস্য মাহফুজুর রহমান। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারী আতিক হাসান রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আশুরার তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন মাজালিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. কামরুল ইসলাম শাহীন এবং মহানগরী মজলিশে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম।
আলোচনায় বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি গভীর শিক্ষার দিন। কারবালার ময়দানে ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবার যে আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, তা চিরকাল মানবতা, ন্যায়বিচার এবং সত্য প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে। জালিমের মুখোমুখি দাঁড়িয়ে ইসলাম ও আদর্শের পক্ষে অটল থাকার যে বার্তা আশুরা বহন করে—তা আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসও কারবালার আদর্শেরই ধারাবাহিকতা। ফ্যাসিবাদী শাসনামলে এই সংগঠনের অসংখ্য নেতাকর্মী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারাবরণ, মামলা, নির্যাতন এমনকি শাহাদাতের পথেও এগিয়ে গেছেন। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত যে ত্যাগ স্বীকার করেছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহাম্মেদ, থানা কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভা শেষে জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।