পবিত্র ইদে মিলাদুন্নবি উপলক্ষে নুরেরচালায় মিলাদ ও তাবারক বিতরন

রাব্বি আহমেদ ঃ রাজধানীর ভাটারা থানার পূর্ব নুরেরচালা  এলাকায় গত ৩ ডিসেম্বর বাদ মাগরিব পবিত্র ইদে মিলাদুন্নবি উপলক্ষে এক মিলাদ মাহফিল দোয়া ও তাবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে ।  জানা যায় ৭ নং ওয়ার্ড ইউপি মেম্বর ও ভাটারা থানা সেচ্ছাসেবক লিগের সহ সভাপতি হাবিবুর রহমান (হারমিন) এর বাড়িতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সল্লাল লাহু আলাইহি ওয়া সল্লামের জন্ম ও ওফাতের দিবস হিসেবে মুসলিম উম্মাহর পবিত্র ইদে মিলাদুন্নবি দোয়া মাহফিল ও তাবারক বিতরন অনুষ্ঠান পালন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ সহিদুল আমিন খন্দকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী লোকমান । উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত  ছিলেন সাইদ নগর বি ব্লক সোসাইটির সেক্রেটারি হাশেম খানসহ স্থানীয় বহু গণ্য মান্য ব্যক্তি বর্গ । প্রায় ১২শত লোকের উপস্থিতে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠান মিলাদ ও দোয়া মাহফিলের মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা নজ্রুল ইসলাম খতিব মক্কি জামে মসজিদ নুরেরচালা পূর্ব পাড়া বোর্ড ঘাট । সব শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয় ।