রাবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল আগামীকাল রোববার খুলে দেওয়া হবে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে এবং আগামী সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ১২ দিনের ঈদের ছুটিতে ৮ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল বন্ধ রাখা হয়।