সচিবালয় প্রতিবেদক : পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই দিন আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে।
রোববার দুপুরে সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় আয়োজিত বৈঠক শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এরই মধ্যে ঈদগাহ প্রস্তুত করতে কাজ শুরু করেছে সিটি করপোরেশন। কাজের সার্বিক তদারকি করছে ধর্ম মন্ত্রণালয়।’
মন্ত্রী বলেন, ‘মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।’
অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান জানান, ‘ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। ঈদুল ফিতরের জামাতের বিজ্ঞপ্তি সকলেরর অবগতির জন্য বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হবে। এ ছাড়া রাজধানীর প্রধান প্রধান জামাত ও বৃহত্তর জেলাসমূহের ঈদের জামাতের সময়সূচি যথাসময়ে সকল মিডিয়ায় জানানো হবে।
মন্ত্রী বলেন, ‘ঈদের দিন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে ঈদের দিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।’
ঈদগাহের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মনিটরিং শুরু করে দিয়েছে। আমরাও নজরদারি করব। আশা করি কোনো অসুবিধা হবে না।’
সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।