নিজস্ব প্রতিবেদক : পবিত্র মুহররম মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে গতকাল ২১ অক্টোবর। সে হিসাবে আজ রোববার, ২২ অক্টোবর থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।
সফর হিজরি সনের দ্বিতীয় মাস। এ মাসের উল্লেখযোগ্য বিশেষ কোনো মর্যাদা বা ফজিলত সম্পর্কিত বর্ণনা নেই। কিন্তু মুমিন বান্দার ইবাদতের জন্য আল্লাহর সৃষ্টি প্রতিটি দিন-রাত-মাস-বছরই গুরুত্বপূর্ণ। সে হিসেবে সফর মাসও এর বাইরে নয়।
আল্লাহ তাআলার রহমত, বরকত, কল্যাণ লাভ করতে হলে প্রতিটি দিন এবং রাতেই বেশি বেশি নেক আমল করার কথা বলা আছে বিভিন্ন হাদিসে। মহান আল্লাহতায়ালার রহমত, বরকত পেতে হলে বেশি বেশি আমল করতে হবে।
ফরজ, ওয়াজিব, সুন্নতকে যথাযথভাবে আদায় করার পাশাপাশি নফল ইবাদতে ডুবে থাকতে হবে। নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের আঁধারে প্রভুর দরবারে খালেছ নিয়তে কোনো কিছু প্রার্থনা করলে তিনি ফিরিয়ে দেন না। সফর মাসও তার ব্যতিক্রম নয়