পবিত্র হজ্ব শেষে ৪১৯জন হজ্বযাত্রী আজ রাতে দেশে ফিরেছেন

এস,এম,মনির হোসেন জীবন \ সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে আজ সোমবার মধ্যরাতে হজ্ব যাত্রীরা প্রথম ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন । আজ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিজি- ৪০১২) প্রথম হজ ফ্লাইট ঢাকা পৌঁছাবে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে। ফ্লাইটটিতে ৪১৯ জন হজ যাত্রী দেশে ফিরেছেন।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি রাতে আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ সহ বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা প্রথম হ্জ ফ্লাইটে আসা হজ্ব যাত্রীদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। এরপর হ্জ যাত্রীদের মধ্যে পবিত্র সৌদি আরবের জমজম কুয়ার পানি বিতরণ করবেন। ইতি মধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশা করি কোন অসুবিধা হবেনা।
তিনি জানান, প্রথম হজ্ব ফ্লাইটটিতে ৪১৯ জন হজ যাত্রী দেশে ফিরেছেন। সৌদি আরব থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় আসার কথা ছিল আজ রাত ১০টা ১০ মিনিটে।
বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, আজ সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। ইতি মধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
মক্কা থেকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন জানান, এ বছর সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করেছে হাব।
তিনি জানান, বিগত বছরের তুলনায় আমাদের অর্জন অনেক ভালো। গুটি কয়েক এজেন্সির কারণে কিছু হজযাত্রীর যাত্রা বাতিল হলেও হাব ও ধর্ম মন্ত্রণালয়ের এখানে কিছুই করার ছিল না। আমরা বারবার তাগাদা দিয়েছি। জোরালো মনিটরিং করেছি। যারা ভিসার জন্য টাকা জমা দেননি তাদের বিষয়টি দেখবে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মমন্ত্রনালয় ও আশকোনা হজ্ব অফিস সুত্রে জানা গেছে, ২০১৮ সালের হজ চুক্তি অনুসারে বাংলাদেশের হজ যাত্রীর কোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৮জন। সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটার সংখ্যা ৬ হাজার ৭৯৮জন। বেসরকারী ব্যবস্থাপনায় কোটার সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। ১৫ আগষ্ট পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৮৬৮জন হজ যাত্রী হজ করতে সৌদি আরব পৌছেঁছেন।
ধর্মমন্ত্রনালয় সুত্রে জানা গেছে, এবছর সৌদি দূতাবাস হতে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ভিসা ইস্যু করা হয়েছে ১ লাখ ২৬হাজার ১৮৩ জনের। তার মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৬হাজার ৭৮৪জন এবং বেসরকারী ১ লাখ ১৯ হাজার ৩৯৯জন। শুধু মাত্র ভিসার জন্য আবেদন করেনি ৬০৬জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শেষ করেছেন ১৫ আগস্ট। সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৭ আগস্ট। এবার হজযাত্রী সংকটের কারণে বিমানের ২০টি ফ্লাইট বাতিল করা হয়। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০১৮।