‘পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান রেডলাইন অতিক্রম করেছে’

পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান রেডলাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ক্ষমতা গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলো সামনে আনেন তিনি।

তিনি বলেন, গেল কয়েক বছরে পরমাণু শিল্পের গবেষণা ও বিকাশে ইরান অনেক দূর অগ্রসর হয়েছে। আর তাই, ইরানের এই পারমাণবিক কার্যক্রম ঠেকাতে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদারের দাবি জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান মধ্যপ্রাচ্যকে একটি পারমাণবিক ছাতার অধীনে নিয়ন্ত্রণ করতে চায়। তারা পরমাণু কর্মসূচির চূড়ান্ত ধাপে পৌঁছেছে। বিশ্ব সম্প্রদায়কে এখনি পদক্ষেপ নিতে হবে। তারা যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই চেষ্টাই করে যাব।

নিজের দেওয়া বক্তব্যে বেনেট আরও অভিযোগ করেন, ইসরায়েলি ভূখণ্ড ঘিরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইরান।

একই সঙ্গে তেহরানকে মোকাবিলায় প্রয়োজনে তেল আবিব নিজেই কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখত রাভানচি।

এক টুইট বার্তায় তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের মালিক দখলদার ইসরায়েলের নেই।