পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের উপহার

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনকে উপহার পাঠিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ড জিন মার অং। নতুন বছরের শুভেচ্ছা জানাতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে একটি চিঠিও লিখেছেন। বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর হাতে উপহার ও শুভেচ্ছা বার্তা পৌঁছে তুলে দেন।

মন্ত্রী ড. মোমেন সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, এ একটি ভালো খবর। নতুন ঘটনাও বটে। একটু খাতির যত্ন করার চেষ্টা করছেন। আমাদের অগ্রাধিকার হচ্ছে তাদের লোকগুলো নিয়ে যাক। তারা এ সমস্যা তৈরী করেছে, তারাই এদের নিয়ে গেলে সমস্যা সমাধান হবে। ড. মোমেন বলেন, মিয়ানমার বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু।

আজকে ৫ বছর হয়ে গেল আমরা কোথাও কোনো কূল কিনারা করতে পারিনি। এটা এখন আমাদের নিয়মিত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বন্ধু দেশগুলোকে বলছি তোমরা আমাদের সাহায্য কর। অনেকে সহানুভূতি দেখিয়েছে। কেউ কেউ বলছে আমরা সাহায্যে করব।