পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারনা প্রতারক চক্রের মূলহোতা রিপন গ্রেফতার

এস,এম মনির হোসেন জীবন : বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে লোগো ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে অবৈধভাবে ভিসা ও পাসপোর্টের ব্যবসার নামে সংঘবদ্ব প্রতারক চক্রের মূলহোতা হাতা রিপন চন্দ্র তালুকদার (৩৯)কে রোববার রাতে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টর রাস্তার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
র‌্যাব-১ এর অপস অফিসার সিনিয়র (এএসপি) সামিরা সুলতানা আজ সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব-১ এর অপস অফিসার সিনিয়র (এএসপি) সামিরা সুলতানা আজ জানান, প্রতারক রিপন চন্দ্র তালুকদার তার অন্যান্য সহযোগীদের নিয়ে বেশ কিছুদিন যাবৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে অবৈধভাবে ভিসা ও পাসপোর্টের ব্যবসার নাম করে প্রতারণা করে আসছে।
র‌্যাব কর্মকর্তারা আজ আরও জানান, তারা এ পর্যন্ত শতাধিক লোকের ভিসা প্রসেসিং এবং পাসপোর্ট তৈরির নাম করে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করত এবং পরবর্তীতে কোন প্রকার যোগাযোগ করা থেকে বিরত থাকত। সাধারনত এই প্রতারক সিংগাপুর, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের ভিসা প্রসেসিং করত। সরকারের লোগো ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিদেশগামী ও বিদেশে অবস্থানরত সাধারণ জনসাধারনের সাথে প্রতারণা করে আসছে।
র‌্যাব-১ এর অফিস সুত্রে জানা যায়,ধৃত আসামী রিপন চন্দ্র তালুকদার বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ রুম এসিট্যান্ট হিসেবে চাকুরী করত। ২০১৪ সালে সে তার অন্যান্য সহযোগীদের নিয়ে পাসপোর্ট ও ভিসা প্রসেসিং এর কাজ শুরু করে। তারা আনুমানিক ৪ থেকে ৫ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে একটি ভূয়া আইডি খুলে। এরপর সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করে নিজেদের ফোন না¤¦ার ও ই-মেইল ঠিকানা মন্ত্রণালয়ের নামে প্রচার করতো। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।