পররাষ্ট্র সচিব আগামী ১৪ ফেব্রুয়ারি ভাসানচর যাচ্ছেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী ১৪ ফেব্রুয়ারি ভাসানচর যাচ্ছেন। রোহিঙ্গাদের পাঠানোর লক্ষ্যে পরিবেশ-পরিস্থিতি দেখতে ভাসানচর যাচ্ছেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পোল্যান্ডের এফওসি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ভাসানচরের পরিবেশ দেখতে আমরা আগামী পরশুদিন সেখানে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমরা সেখানে যাবো। আমরা মনে করি, ভাসানচরে গেলে রোহিঙ্গারা ভালো থাকবে।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে তারা পাচারের শিকার হবে। আর তাদের সঙ্গে অতিরিক্ত টাকা-পয়সা থাকলেও তারা পাচার হতে পারে। তারা রাখাইন থেকেও পাচারের শিকার হয়েছিল। তাদের মধ্যেও পাচারকারী রয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সজাগ হতে হবে।
টিআইবির গবেষণা মতে, রোহিঙ্গাক্যাম্পে ৭-৮টি জঙ্গি গ্রুপ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, টিআইবি কীসের ওপর ভিত্তি করে এ তথ্য দিয়েছে, সেটা আমাদের জানা নেই। তবে আমি বলবো, সেখানে কোনো জঙ্গিগ্রুপ নেই। থাকার কথাও নয়।