আন্তর্জাতিক ডেস্ক : পরাজয় স্বীকার করে নিলেন হিলারি। ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন তিনি।
সিএনএন অনলাইন হিলারির ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। প্রায় সব রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে গেছেন ট্রাম্প। ফলে পরাজয় স্বীকার করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হিলারি।