
জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্ষমতাসীনরা গণমাধ্যমের মুখ বন্ধ করতে পরিকল্পিতভাবে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যেকোনো দেশে দুঃশাসন যখন ভয়াল রূপ ধারণ করে তখন গণমাধ্যমকে তারা টার্গেট করে এবং তাদের ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়।’
‘বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসন যখন মহামারি আকার ধারণ করেছে তখন তারাও গণমাধ্যমকে স্তব্ধ করে দিতে মরিয়া। শনিবার পরিকল্পিতভাবে সরকারের নির্দেশেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রিজভী এ ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এই ঘৃণ্য হামলার ঘটনায় দেশ-বিদেশ জুড়ে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে নেতা-কর্মীসহ মিডিয়ার গাড়িতে হামলা করে সাংবাদিকদের যেভাবে আহত করা হয়েছে তাতে ইতিহাসে আওয়ামী লীগ আবারো গণধিকৃত রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হলো।’