
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গাদের সাহায্যের জন্য খালেদা জিয়া বিমানে যেতে পারতেন। কিন্তু তিনি সড়ক পথে গেছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়ে মিডিয়াতে বড় কাভারেজ পাওয়া।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর ত্রাণ দেওয়ার উদ্দেশ্য হলো রাজনৈতিক কিন্তু লক্ষ্য হলো মানবিক। কারণ তাদের গাড়িবহরে সাংবাদিকদের গাড়িতে হামলা হয়েছে। নেতা-কর্মীদের গাড়িতে হামলা হয়নি। এটা পূর্ব পরিকল্পিত।
তিনি বলেন, মিথ্যার ওপর ভর করে রাজনীতি করলে সুফল আসে না। বরং নিজেদেরকেই মিথ্যার ফাঁদে পড়তে হয়।