পরিচ্ছন্নকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিডব্লিউসিএসপি)।

সোমবার (১৯ জুলাই) মিরপুর-২ সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিডব্লিউসিএসপির সভাপতি নাহিদ আক্তার লাকি বলেন, ‘মহামারি করোনার সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে আমাদের পরিচ্ছন্নকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রত্যেকের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়াসহ আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রাজধানীর বাসাবাড়ির ময়লা আবর্জনা অপসারণ ও ব্যবস্থাপনার মূল দায়িত্বে আছে ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু প্রতিষ্ঠান দুটি শুধু নির্ধারিত কন্টেইনার থেকে ল্যান্ডফিল্ডে ময়লা অপসারণের কাজ করছে। তাদের যে জনবল রয়েছে তা দিয়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করা সম্ভব হয় না। পরিচ্ছন্নতাকর্মীরা শুধুমাত্র শহরের প্রধান প্রধান সড়কে ঝাড় দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডরের প্রায় ৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী মানুষের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে সিটি করপোরেশনের কন্টেইনারে পৌঁছে দেয়।’

লাকি বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ে সিআই এবং সিওসহ প্রাথমিক বর্জ্য অপসারণকারী পিডব্লিউসিএসপির সদস্যদের সমন্বয়ে যৌথ সভা কোভিড-১৯ এর কারণে পূর্বের মতো অনুষ্ঠিত হয়নি। তাই এই সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্টদের যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

পিডব্লিউসিএসপির সভাপতি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য দ্রুত সরাতে এই চ্যালেঞ্জিং কাজ মনিটরিং করার জন্য পিডব্লিউসিএসপির পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও একটি ভ্রাম্যমাণ টিম কাজ করবে। ঈদুল আজহার এক সপ্তাহ আগে থেকে পিডব্লিউসিএসপির সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে বাসাবাড়ির ময়লার সঙ্গে কোরবানির পশুর গোবর ও খড়কুটা সংগ্রহ করছে। ঈদ ও পরবর্তী তিনদিন তাদের কোনো ছুটি থাকে না। আমরা আশা করছি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা অবহেলিত এই পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকবেন।’