পরিণীতিকে বিয়ের পর রাঘবকে নিয়ে যে ধারণা ভক্তদের

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী পরিণীতি সম্প্রতি বাগদান সেরেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে। তবে দুজন দুই জগতের মানুষ। এরই মধ্যে গুঞ্জন উঠেছে—রাজনীতি ছেড়ে অভিনয়ে নাম লেখাচ্ছেন রাঘব।

গত ১৩ মে কলকাতায় বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন একসঙ্গে পথচলার। বাগদানের পর হবু স্ত্রীর ঠোঁটে চুম্বন এঁকে নিজের প্রেমের ইশতেহার দিয়েছেন পরিণীতির বাগদত্তা রাঘব চাড্ডাও।

আম আদমি পার্টির নেতা তিনি, রাজ্যসভার সংসদ সদস্যও। পরিণীতি ও রাঘবের জগত একেবারে আলাদা। তবে বলিউড অভিনেত্রীকে বিয়ের পর কি বিনোদনের জগতের সঙ্গে আরও বেশি কাছাকাছি থাকছেন রাঘব চাড্ডা? ফলে অনুরাগীদের ধারণা হচ্ছে—সিনেমায় নাম লেখাতে পারেন রাঘব।

এদিকে পরিণীতির সঙ্গে প্রেম প্রকাশ্যে আসার আগেই বিনোদন জগতে পা রেখে ফেলেছেন রাঘব চাড্ডা। মডেল হিসেবে ইতোমধ্যে ফ্যাশন র‌্যাম্পে অভিষেক হয়ে গেছে। চলতি বছরেই এক নামজাদা ফ্যাশন উইকে পোশাকশিল্পী পবন সচদেবার পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন রাঘব।