পরিণীতিকে সাফল্যের চাবিকাঠি দিলেন প্রিয়াঙ্কা

কেরিয়ারের শুরুর দিকটা একটু টালমাটাল হলেও ধীরে ধীরে সাফল্যের মুখ দেখে পরিণীতি চোপড়া। পরিনীতির কথায়, শুরুর দিকটায় না বুঝে কিছু ভুল ছবি বেছেছিলেন নিজের জন্য। ধীরে ধীরে প্রিয়াঙ্কার পরামর্শে বুঝতে শিখেছেন কোন ছবি তার জন্য ঠিক হবে।

কেরিয়ারের শুরু থেকেই আমার পাশে ছিলেন দিদি বলে জানালেন পরিণীতি। তিনি আরোব বলেন, একজন মেন্টর বা বড় দিদির যেমন হওয়া উচিত ও ঠিক তাই। যখনই আমি ভালো কাজ করেছি আমার পিঠ চাপড়েছে। খারাপ হলে আমার ভুলগুলো বুঝিয়েছে। দিদির কাছ থেকেই জেনেছি ভালো ছবি বাছার মূল মন্ত্র।

 

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই মুক্তি পেয়েছে পরিণীতির তিনটি ছবি- স্পোর্টস বায়োপিক ‘সানিয়া’, নেটফ্লিক্স রিমেক ‘গার্ল অন দ্য ট্রেন’ আর ‘সন্দীপ অর পিঙ্কি ফারার’।

পরিণীতি আরও বলেন, ‘সদ্য মুক্তি পাওয়া তিনটে ছবিই প্রিয়াঙ্কা দেখেছে। ও খুব খুশি। বলেছে পুরনো আমিকে নাকি খুঁজে পেয়েছে।’