নিজস্ব প্রতিবেদক : প্রতি শুক্র ও শনিবার সবার জন্য পুরাতন কারাগার পরিদর্শনের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে কারা কর্তৃপক্ষ।
গত ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত কারাগারে আলোকচিত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের আগ্রহ দেখে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা।
মঙ্গলবার কারা অধিদপ্তরের মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন বলেন, আমরা সফলভাবে কারাগারে আলোকচিত্র প্রদর্শনী শেষ করতে পেরেছি। এ প্রদর্শনীতে সাধারণ মানুষের আগ্রহ ছিল। এই আগ্রহ আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। মানুষের আগ্রহ দেখে আমরা আলোকচিত্র প্রদর্শনী পাঁচ দিন থেকে সাত দিনে উন্নীত করেছিলাম। এখন আমাদের পরিকল্পনা হলো প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার পরিদর্শনের জন্য কারাগার খোলা রাখা। সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, এখন আমাদের ভাবতে হবে, সপ্তাহে দুই দিন কারাগার খোলা রাখলে আমাদের খরচ কত হবে। পাশাপাশি আমাদের জনবলের কথাও ভাবতে হচ্ছে।