মাহফুজুর রহমান সোহাগঃ কোন হিসাব নেই। যেন কারও কোন কিছু বলারও নেই। কোন অনুমতিও নেই। একটি প্রভাবশালী মহল পরিবেশ বির্পযয় ঘটিয়ে ও রাজস্ব ফাকি দিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী গ্রাম পলাশীকুড়া এলাকায় চেল্লাখালী নদীর স্বাভাবিক গতিপথ পাল্টে দিয়ে নদী অ লের বুক চিরে দেদারচে তুলছে বালু।
এলাকাবাসীর সূত্রে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চেল্লাখালী নদীর স্বাভাবিক গতি পথ পাল্টে পাহাড়ী নদীর ভিতর থেকে থেকে সরাসরি বালু উত্তোলন করে বেকু মেশিনে ১০ চাক্কার ভারী যানবাহন হিনো ট্রাকে তুলছে বালু। কোন হিসাব নেই, কোন অনুমতিও নেই রাজস্ব ফাকি দিয়ে ট্রাকে ট্রাকে বালুর গাড়ী অন্যত্র চলে যাচ্ছে। এই বালু ভর্তি ভারী ট্রাক কাঁচা রাস্তায় বালু পরিবহনে মানুষের স্বাভাবিক পায়ে চলার রাস্তা এখন পরিনত হয়েছে খানা খন্দকের বালুর রাস্তা। ট্রাকে ট্রাকে যাচ্ছে বালু। ফলে এই বালু উড়ে আশপাশের মানুষের বাড়ীঘর মায়লাচ্ছন্ন হয়ে এক বিরুপ পরিবেশের সৃষ্টি করেছে। পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আজাদের ইন্দনে স্বার্থনেশ্বী একটি মহল ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক, মোফাজ্জল, নন্নী উত্তরবনের মান্নানসহ আরো কয়েকজন পরিবেশের এমন বির্পযয় ঘটিয়ে নদীর গতিপথ অন্য দিকে দাবিত করাচ্ছে এবং একই সাথে ধীরে তারা নদীর পাড় কাটতে কাটতে পাহাড়ী বন ভূমি পায়ে চলার পথের দিকে চলে যাচ্ছে। এটি বন্ধের জন্য এলাকাবাসী কৃষি মন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে পরিবেশ বাদী সংগঠন (বেলার) উর্ধত্বন গবেষনা কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ বলেন, নদীর স্বাভাবিক গতি পথ যদি থাকে তাহলে নদী পানি সেখান দিয়েই বয়ে যাবে। প্রাকৃতিক ভাবে নদীর গতিপথ পরিরবর্তিত না হলে সেটা নদীর চর কিংবা বালু কেটে পরিবর্তন করা রাইট হবে না।
ছবিতেঃ ১। একটি প্রভাবশালী মহল নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী গ্রাম পলাশীকুড়া এলাকায় চেল্লাখালী নদীর স্বাভাবিক গতিপথ পাল্টে দিয়ে নদীর বুক চিরে দেদারচে তুলছে বালু।


