পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নিয়োগ

সচিবালয় প্রতিবেদক : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

কামাল উদ্দিন আহমেদ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কামাল উদ্দিন আহমেদ ১৯৫৯ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী। তিনি বিসিএস ১৯৮৬ (৮ম ব্যাচ) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৮ সালের ৯ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন কামাল।

গত বছরের ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) থাকাকালীন কামাল উদ্দিন আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।

এরপর ওই বছরের ২৭ আগস্ট সচিব পদে পদোন্নতি পান তিনি। পদোন্নতির পর কামাল উদ্দিনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়েই পদায়ন করা হয়।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার পর পদটি শুন্য হয়।