
নিজস্ব প্রতিবেদক : তারা জঘন্য, এক ধরনের সন্ত্রাসীও বলে মনে করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন। র্যাব প্রধান বলেন, ‘এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। লাখ-লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের মত জঘন্য ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা কাজ করছি। দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ইতিমধ্যে সাত জনকে গ্রেপ্তারও করেছি।’
প্রশ্নপত্র ফাঁস এক প্রকার প্রতারণা উল্লেখ করে বেনজীর বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণার মতো ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা আদায় করছে প্রতারকরা। এটা তাদের ফাঁদ। এ কারণে নজরদারি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেলে আমাদের জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে। আবার যারা প্রশ্নপত্র ফাঁস করে এবং প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে তারা এক ধরনের সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’