সোনারগাঁও উপজেলা প্রতিনিধিঃ সোনারগাঁয়ে পরীক্ষা হলে বক্তব্য তথাকথিত বিএনপি নেতাকে বক্তব্য দিতে বাধা দিলে প্রধান শিক্ষককে দুই দফা পেটালেন এক বিএনপি নেতা
২০ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬৮ নং চেঙ্গাকান্দি প্রাথমিক সরকারি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাসরুমে ঢুকে পরীক্ষা পরিদর্শনের নাম করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন তথাকথিত বিএনপি নেতা মাসুম রানা কোমলমতি শিক্ষার্থীরা পরিক্ষায় মনোযোগ হারাবেন ভেবে প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম বক্তব্য দিতে বাধা প্রদান করেন তাতেই ক্ষিপ্ত হয়ে তথাকথিত বিএনপি নেতা মাসুম রানা কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে প্রধান শিক্ষককে চড় মারেন তাতেও তথাকথিত বিএনপি নেতার মন ভরে না টেনে হিচরে প্রধান শিক্ষকের অফিসে নিয়ে দরজা বন্ধ করে দ্বিতীয় দফায় আবার মারধর করার অভিযোগ পাওয়া গেছে,,প্রধান শিক্ষক বিচার চাওয়ার চেষ্টা করলেও প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখে সেই শিক্ষক হাকিমের কিন্তু মুখ বন্ধ করতে পারেনি ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনাটি এলাকাবাসীর মুখে মুখে এবং সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে অভিযুক্ত বিএনপি নেতা মাসুম রানা সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদকের পদে রয়েছেন বলে জানা গেছে,, এর আগেও নিজেকে বিএনপির ডোনার দাবি করে ব্যাপক সমালোচিত হয়েছেন লোক মুখে আরো জানা যায় সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম সহ বিএনপির সুনাম নষ্ট করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা- এদিকে সচেতন মহলের দাবি সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার যেন প্রধান শিক্ষককে মারধরের বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করেন।
মারধরের স্বীকার প্রধান শিক্ষক আঃ হাকিম জানান মারধরের ঘটনা কাউকে জানালে আমার বড় ধরনের ক্ষতির সম্ভবানা রয়েছে তাই আমি কোন প্রকার জামেলায় ঝরাতে চাইনা আল্লাহ এর বিচার করবেন।
অভিযুক্ত বিএনপি নেতা মাসুম রানা মোবাইলে একাদিক বার ফোন করলেও ওপার থেকে ফোনটি কেউ রিসিভ করেননি।


