
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১৪ জুন) রাতে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাটানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের শান্তি দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরেপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতোমধ্যেই মামলা রুজু হয়েছে এবং কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। উক্ত মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।’
এর আগে রোববার (১৩ জুন) নিজের বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি জানান, ঘটনার পর শিল্পী সমিতির সঙ্গেও যোগাযোগ করেন পরীমনি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাকে আশ্বস্ত করলেও কোনো ব্যবস্থা নেননি। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘পরীমনি আমার কাছে এসেছিল। সমিতিতে রাতের খাবারও খেয়েছে। তারপর আমি তাকে নিজের গাড়িতে করে বাসায় দিয়ে আসি। ও নিরাপত্তা হীনতায় ভুগছিল। শিল্পী সমিতি শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। এটি একটি অলাভজনক-অরাজনৈতিক প্রতিষ্ঠান। বিচার করার এখতিয়ার আমাদের নেই। তার জন্য আইন-আদালত আছে। পরীমনি আমাকে বলেছিল আইজিপি মহোদয়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে। আমি ওকে আশ্বস্ত করেছিলাম এবং সময় চেয়েছিলাম। কারণ আইজিপি মহোদয়ের কাছে যেতে হলে একটা প্রটোকল মেনে যেতে হয়। চাইলে ওনাকে পাওয়া যায় না। উনি রাজশাহীতে ছিলেন বলে আমি পরীমনিকে সময় দিতে বলেছিলাম। কিন্তু ও আমাদের সময় দেয়নি। ওর সাংবাদিক সম্মেলনের খবরও আমরা জানতাম না। জানলে অবশ্যই পাশে থাকতাম। তবে আমি আবারো বলছি, শিল্পীর পাশে শিল্পী সমিতি ছিল, আছে এবং থাকবে।’
পরী মনির সংবাদ সম্মেলনের পর টনক নড়ে প্রশাসনের। মামলা গ্রহণ করা হয় সাভার থানায়। দ্রুত সময়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নাসির ইউ মাহমুদ এবং অমিসহ আরও কয়েকজনকে।
এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন পরীমনি। তিনি বলেন, ‘ভরসা পাচ্ছি, আশা করি ন্যায় বিচার পাব।’