পরীমনিকে সশরীরে আদালতে হাজির হতে আবেদন

সম্প্রতি পরীমনি মা হয়েছেন। প্রেগনেন্সজনিত কারণে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরীমনির পক্ষে তার আইনজীবী আদালতে হাজিরা দিতেন। এ অবস্থায় পরীমনিকে সশরীরে আদালতে হাজির হতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

রোববার (০৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুল হাসান এ আবেদন করেন।

তিনি আদালতকে বলেন, ‘প্রেগনেন্ট থাকায় পরীমনির পক্ষে তার আইনজীবী হাজিরা দিতেন। এখন তিনি মা হয়েছেন। তাই আমরা রাষ্ট্রপক্ষ থেকে ধার্য তারিখে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার আবেদন করছি। ’

পরীমনির আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাতের (সুরভী) বিরোধিতা করেন। তারা বলেন, ‘মাস খানেক হলো পরীমনি সন্তানের জন্ম দিয়েছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ না। তাছাড়া সরকারিভাবেও মাতৃত্বকালীন ছুটিও তো ৬ মাস। তিনি সুস্থ হলে আদালতে হাজিরা দেবেন।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালতে আবেদনটি নথিভুক্ত করেন।