পরীমনির জামিন শুনানি আগামীকাল

মাদক মামলায় কারাগারে বন্দি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জামিন শুনানি হবে আগামী মঙ্গলবার (৩১ আগস্ট)।

মাদক মামলায় ১৩ সেপ্টেম্বর জামিন শুনানি হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশের পর ১৩ দিন এগিয়ে আসে শুনানির তারিখ।

নায়িকা পরীমনির আইনজীবীর প্রত্যাশা, ইতিবাচক আদেশ পাবেন তারা। এদিকে তিন দফায় পরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন।

তিন দফা জামিন আবেদন করেও পাননি চিত্রনায়িকা পরীমনি। চতুর্থ দফায় জজ আদালতে জামিন চাইলেও শুনানির দিন ধার্য করা ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর। তাতেই ক্ষুব্ধ হন তার আইনজীবীরা। চান উচ্চ আদালতের হস্তক্ষেপ। পরীর আবেদন ২ দিনের মধ্যে শুনানি করতে রুল জারি করেন হাইকোর্ট।

উচ্চ আদালতের আদেশ হাতে পাওয়ার পর তারিখ ১৩ দিন এগিয়ে আনে জজ আদালত। শুনানি হবে মঙ্গলবার। তার আইনজীবী বলছেন, পরীমনি কেন জামিন পাওয়ার যোগ্য সে বিষয়টি ওইদিন তুলে ধরবেন তারা।