
অবশেষে চিত্রনায়িকা পরীমনির মুক্তিতে স্বস্তির নিশ্বাস ফিরে পেলেন স্বজনেরা। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অপেক্ষা করছিলেন শত শত ভক্ত, কখন বেরিয়ে আসবেন পরী সেই অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছিল না।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমনিকে কারাগার থেকে নিতে তার খালু জসীমউদ্দিনসহ সাত-আটজন স্বজন এসেছিলেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন নায়িকা। আজ ভোর থেকে কারাফটকে পরীমনির স্বজন থেকে শুরু করে উৎসুক মানুষ ভিড় করেছেন।
কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনি কে দেখা যায় ভিন্ন লুকে, একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় তাকে এবং সাদা পোশাকের সাথে মাথায় বেধেছিলো সাদা ওড়না ও চোখে পরেছিলেন কালো সানগ্লাস।
পরীমনি কারাগার থেকে বের হয়ে তার কাছের মানুষের সাথে হাত মেলান এবং উপস্থিত ভক্তদের হাত নেড়ে ও সেলফি তুলে আনন্দ প্রকাশ করেন।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।
তারও আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এরপর জামিন শুনানির দিন এগিয়ে ৩১ আগস্ট ধার্য করা হয়।