সুজিত সরকারের পিকু ছবিতে প্রায় ৬ বছর আগে রুপোলি পর্দায় বাবা-মেয়ের চরিত্রে ধরা দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। এই বাবা-মেয়ের জুটি নজর কেড়েছিল ভক্তনুরাগীদের। সূত্রের খবর ফের একবার পর্দায় দেখা যাবে এই জুটিকে।
২০২০ সালের জানুয়ারি মাসেই সুনীর ক্ষেত্রপাল এবং ওয়ার্ন ব্রাদার্সের তরফে ঘোষণা করা হয়েছিল হলিউড ছবি ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকের। এই ছবির সুবাদেই প্রথমবার এক ছবিতে অভিনয় করবার কথা ছিল দীপিকা পাড়ুকোন ও ঋষি কাপুরের। জানানো হয়েছিল, রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথওয়ের চরিত্রে অভিনয় করবেন ঋষি কাপুর ও দীপিকা পাড়ুকোন।
কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর মাঝপথেই থমকে যায় এই ছবির কাজ। এবার এই ছবির নির্মাতারা নতুন করে আবার ছবির কাজ শুরু করতে চাইছেন এবং ঋষি কাপুরের জায়গায় রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রটি পর্দায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। বিগ বি-র সঙ্গে পাকা কথাও হয়ে গিয়েছে।
তবে কবে এই ছবির শ্যুটিং শুরু হচ্ছে সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ছবি পরিচালনা করবেন অমিত শর্মা।


