করোনার ধকল কাটিয়ে আবারো পর্যটন খাতকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে এ বছর ৫৫ লাখ বিদেশি পর্যটকের আগমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বিশ্বের অন্যতম পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
পিছিয়ে নেই সৌদি আরবও। দেশটিতে শিগগিরই বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। অন্যদিকে পর্যটন খাতকে চাঙা করতে এরইমধ্যে বিশাল অঙ্কের বিনিয়োগসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।
করোনার ধকল কাটিয়ে পর্যটনখাতকে চাঙা করার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবও। দেশটিতে করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায়, অচিরেই বিদেশি পর্যটকদের জন্য পুনরায় ভ্রমণ ভিসা চালু করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন বিভাগ।
শুধু মধ্যপ্রাচ্য নয়, করোনার ধাক্কা সামলে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। সেইসঙ্গে আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। ইতালিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করায় দেশটির অন্যতম পর্যটন নগরী ভেনিসে ভিড় করতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। পর্যটন খাতকে পুনরায় আগের অবস্থায় নিয়ে যেতে নানা উদ্যোগ নিতে শুরু করেছে ভেনিস প্রশাসন।
এদিকে পিছিয়ে নেই ফ্রান্সও। করোনাকালীন ক্ষতি কাটিয়ে আবারো একটু একটু করে দাঁড়াতে শুরু করেছে দেশটির পর্যটন খাত। একে পুনরায় চাঙা করতে এরইমধ্যে প্রায় ৩ হাজার কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে ফরাসি সরকার। সেইসঙ্গে ঢেলে সাজানো হবে পুরো পর্যটন খাত।