
রেজাউর রহমানঃ উত্তরা পলওয়েল কারনেশনে শুভ উদ্ধোধন হয়ে গেল বাচ্চাদের পোশাকের দোকান ‘মাই লিটল’ । গত বৃহস্পতিবার বাদ আছর দোকানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন এর কর্ণধার মোঃ সাব্বির আহমেদ।
সাব্বির আহমেদ ক্রাইম পেট্রোল বিডিকে জানান, এখানে ছোট শিশু থেকে শুরু করে ১০-১২ বছরের সকলদের পোশাক পাওয়া যায়। আমি একজন নতুন উদ্যোত্তা হিসেবে সকলের দোয়া চাই, যেন আমি একজন তরুণ ব্যবসায়ী হিসেবে সামনে এগিয়ে যেতে পারি।
তিনি আরো বলেন, আমাদের দোকানে খুবই উন্নত ও ভালো মানের পোশাক পাবেন গ্রাহকরা। আমরা চেষ্টা করি গ্রাহকের পছন্দ ও রুচি বজায় রেখে কাপড় রাখার। আমি ধন্যবাদ দিতে চাই আমার মা’কে যিনি আমাকে এই ব্যবসার জন্য সব-ধরনের সহযোগিতা করেছেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ সময় অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
ঠিকানাঃ দোকান # ১২, লিফটের # ৪, পলওয়েল কারনেশন, উত্তরা, ঢাকা-১২৩০।