পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেয়া হচ্ছে। আশা করা যায় দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান শাহ আলম। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।

উল্লেখ্য, রাত ১১টার মধ্যে ওসি শাহ আলমকে না গ্রেফতার করলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।